সাতকানিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি সোবহান পুলিশের হাতে আটক

সাতকানিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি সোবহান পুলিশের হাতে আটক!


সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি আব্দুস সোবহানকে সাতকানিয়া থানা পুলিশ আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
৩এপ্রিল ২০২৫ইংরেজি শুক্রবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।
সূত্র জানাই, যুবলীগের সহ সভাপতি আব্দুস সোবহান সাতকানিয়া রাস্তার মাথা ফায়ার সার্ভিসের পাশে অবৈধভাবে ট্রাকের মাধ্যমে সিলিন্ডারের মাধ্যমে সিএনজিসহ বিভিন্ন গ্যাস সাপ্লাই দিতো।তিনি দলীয় পদবী ব্যবহার করে দক্ষিণ চট্টগ্রামে ট্রাকে করে গ্যাসের ব্যাবসা নিয়ন্ত্রণ করতো।নোহা হাইচ নিয়ন্ত্রণ করতো।চাঁদের গাড়ির লাইন চালু করস চাঁদা আদায় করতো।তিনি নিজ এলাকায় দলীয় পদ ব্যবহার করে বিরোধী দলের নেতা কর্মীদেরকে পুলিশ দিয়ে হয়রানী করতো বলে জানা যায়।এছাড়া বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলো বলে জানা যায়।
উনাকে গ্রেপ্তারের বিষয়টি সাতকানিয়া থানা প্রশাসনের কাছে জানতে চাইলে থানা প্রশাসন গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেন।