একজন সাংবাদিকে গাড়িচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ সিডিএ চালকের বিরুদ্ধে
ভুক্তভোগী সাংবাদিক গাজী গোফরান অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কন্ঠস্বর’-এর চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। অভিযুক্ত চালকের নাম মোহাম্মদ মহিউদ্দিন।
সংবাদ প্রকাশের জের ধরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) একজন গাড়ি চালকের বিরুদ্ধে এক সাংবাদিককে গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গত ২ এপ্রিল নগরীর বাকলিয়া থানায় দায়ের করা জিডিতে গাজী গোফরান উল্লেখ করেন, তিনি গত ২১ মার্চ ‘সময়ের কন্ঠস্বর’ পোর্টালে “সিডিএর ড্রাইভার মহিউদ্দিন, ঘুষের টাকায় বিলিয়নিয়ার!” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। এর জের ধরে গত ২ এপ্রিল, মঙ্গলবার, রাত আনুমানিক ৮টার দিকে তিনি কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। বাকলিয়া থানার কালামিয়া বাজার মোড়ে পৌঁছালে সিডিএ’র নির্বাহী প্রকৌশলী আ.হ.ম. মিছবাহ উদ্দীনের জন্য বরাদ্দকৃত সরকারি পাজেরো জিপ (চট্টমেট্রো- ঘ-১১-১২৯৬) ব্যবহার করে চালক মোহাম্মদ মহিউদ্দিন তাকে চাপা দেওয়ার চেষ্টা করেন বলে তিনি অভিযোগ করেন। জিডিতে আরও বলা হয়, তিনি দ্রুত পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় মহিউদ্দিন তাকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।
সাংবাদিক গাজী গোফরান বলেন, “কাজ শেষে ফেরার পথে মহিউদ্দিন সরকারি গাড়ি ব্যবহার করে আমাকে চাপা দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি আঁচ করতে পেরে আমি দ্রুত সরে যাই। আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে এর সত্যতা পাওয়া যেতে পারে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন জিডি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভুক্তভোগী সাংবাদিক একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।