
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪লেইনে উন্নীত করার দাবিতে জামায়াতে ইসলামীর উদ্যেগে মানব বন্ধন সম্পন্ন!
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৪লেইনে উন্নতি করার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানি হাট শহর শাখা,সাতকানিয়া উপজেলা শাখা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা শাখার উদ্যেগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩এপ্রিল ২০২৫ইংরেজি বৃহস্পতিবার বিকাল ৩টায় কেরানি হাট শহরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে,সেক্রেটারি তারেক হোসাইনের সঞ্চালনায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার এসিস্টেন্ট সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী শাখার সেক্রেটারি আবু তালেব চৌধুরী,গার্ডিয়ান কালচারাল একাডেমি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ শাহাদত হোসাইন
উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা শাখার আমীর মাস্টার সিরাজুল ইসলাম, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াছ, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা শাখার নায়েবে আমীর প্রফেসর জয়নাল আবেদিন,কেওঁচিয়া ইউনিয়ন আমীর মাস্টার নুর হোসাইন, কালিয়াইশ ইউনিয়ন আমীর সাংবাদিক আবুল বশর,বাজালিয়া ইউনিয়ন সভাপতি মাসুকুর রহমান,সোনাকানিয়া ইউনিয়ন সভাপতি শাহাদাত হোসাইন চৌধুরী,ছদাহা ইউনিয়ন সভাপতি ফজলুল হক,৮নং ঢেমশা ইউনিয়ন সভাপতি নেজাম উদ্দিন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী,কেরান হাট শহর শাখার সেক্রেটারি আব্দুল মালেক,কেওঁচিয়া ইউনিয়ন সেক্রেটারি জাহেদুল ইসলাম,ছদাহা ইউনিয়ন সেক্রেটারি আনোয়ার হোসাইন জিহাদি,৮নং ঢেমশা ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ জাবেদ,কেরানি হাট শহর শাখার এসিস্টেন্ট সেক্রেটারি শাহজাহান নাছির,কেরানি হাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন ও সহ সভাপতি মোরশেদুল আলম প্রমুখ।