মিনহাজ নামের ১ব্যক্তির বিরুদ্ধে অটোরিকশা চোরির দায়ে থানায় অভিযোগ
সাতকানিয়ার গারাংগিয়ায় মিনহাজ নামের ১ব্যক্তির বিরুদ্ধে অটোরিকশা চোরির দায়ে থানায় অভিযোগ!
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড গারাংগিয়া এলাকার কুটিয়া পাড়া থেকে অটোরিকশা চোরির অপরাধে মিনহাজ নামের ১ব্যক্তির বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
২৪মার্চ সোমবার দিবাগত রাতে এ অটোরিকশা চোরি হয় বলে অভিযোগ সূত্রে জানা যায়।
থানা অভিযোগ দায়েরকারী হচ্ছে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড গারাংগিয়া এলাকার কুটিয়া পাড়ার নুর মোহাম্মদ এর ছেলে খাইর আহমদ।
অভিযুক্ত মিনহাজ একই এলাকার সিএনজি ড্রাইভার মোহাম্মদ নাছিরের ছেলে বলে জানা যায়।
অভিযোগ সূত্রে জানা যায়,
বিগত ২৩/১০/২০২৪ ইং তারিখ আমি কাইছার
অটো মটর রিক্সা নামক দোকান হইতে একটি ৬০,০০০/- টাকা একটি অটোরিক্সা গাড়ী ক্রয়
করি। উক্ত গাড়ীটিতে নতুন করে ৪০,০০০/- টাকার ব্যাটারী লাগায় এবং ২০,০০০/- টাকা দিয়া গাড়ীর বিভিন্ন পার্টস মেরামত করি। গাড়ীটি আমি ক্রয় করিয়া নতুন ব্যাটারী ও মেরামত করার পর গাড়ীটি আমার নিকট হইতে বিভিন্ন অটোরিক্সা চালক ১,৩০,০০০/- টাকা দিয়া ক্রয় করার প্রস্তাব দেয়। বিবাদী উক্ত অটোরিক্সা গাড়ীটি আমাকে দৈনিক ভাড়ায় চালানোর জন্য তাকে দেওয়ার প্রস্তাব দিলে আমি বিবাদীকে উক্ত অটোরিক্সা গাড়ীটি দৈনিক ৩০০/- টাকা করে ভাড়ায় চালানোর
জন্য দিই। বিবাদী গাড়ীর ভাড়া বাবদ ৭,৬০০/- টাকা না দিলে আমি বিবাদীকে গাড়ী
আর দিবনা বলিলে বিবাদী আমার উপর চরম ক্ষিপ্ত হইয়া আমার গাড়ী যে কোন সময় নিয়া যাইবে মর্মে হুমকি প্রদান করে। অদ্য ২৪মার্চ দিবাগত রাত অনুমান ০১.২৫ ঘটিকার সময় অটোরিকশা গাড়ীটি আমি আমার বসত ঘরের বাহিরে উঠানে চার্জ দিই। রাত অনুমান ০৩.৪০
ঘটিকার সময় আমি ও আমার পরিবারের লোকজন সেহেরী খাওয়া জন্য ঘুম থেকে জেগে উঠিলে দেখিতে পাই যে, আমার অটোরিক্সা গাড়ীটি উঠানে নাই। পরবর্তীতে বিবাদীর বাড়ীতে গিয়া বিবাদীকে খোঁজাখুঁজি করিলে বিবাদীকে পাওয়া যাওয়া যায় নাই। গত ২৫মার্চ
দুপর অনুমান ১২.০০ ঘটিকার সময় বিবাদীকে খোঁজাখুঁজি করা কালে লোহাগাড়া থানার
আমিরাবাদ এলাকায় দেখিতে পাইয়া একটি অটোরিক্সাতে তুলিয়া বাড়ীতে আনার সময় বিবাদী ধাক্কাধাক্কি করিয়া অটোরিক্সা গাড়ী হইতে নামিয়া যায় এবং প্রকাশ্যে হুমকি প্রদান করে যে, অটোরিক্সা গাড়ী বিবাদী আমার উঠান থেকে নিয়াছে বলে জানাই।
এব্যাপারে বিবাদী মিনহাজের মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে সাতকানিয়া থানার সাব ইনস্পেকটর মংয়ের নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি অভিযোগের আলোকে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
মিনহাজ নামের ১ব্যক্তির বিরুদ্ধে অটোরিকশা চোরির দায়ে থানায় অভিযোগ
সাতকানিয়ার গারাংগিয়ায় মিনহাজ নামের ১ব্যক্তির বিরুদ্ধে অটোরিকশা চোরির দায়ে থানায় অভিযোগ!
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড গারাংগিয়া এলাকার কুটিয়া পাড়া থেকে অটোরিকশা চোরির অপরাধে মিনহাজ নামের ১ব্যক্তির বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
২৪মার্চ সোমবার দিবাগত রাতে এ অটোরিকশা চোরি হয় বলে অভিযোগ সূত্রে জানা যায়।
থানা অভিযোগ দায়েরকারী হচ্ছে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড গারাংগিয়া এলাকার কুটিয়া পাড়ার নুর মোহাম্মদ এর ছেলে খাইর আহমদ।
অভিযুক্ত মিনহাজ একই এলাকার সিএনজি ড্রাইভার মোহাম্মদ নাছিরের ছেলে বলে জানা যায়।
অভিযোগ সূত্রে জানা যায়,
বিগত ২৩/১০/২০২৪ ইং তারিখ আমি কাইছার
অটো মটর রিক্সা নামক দোকান হইতে একটি ৬০,০০০/- টাকা একটি অটোরিক্সা গাড়ী ক্রয়
করি। উক্ত গাড়ীটিতে নতুন করে ৪০,০০০/- টাকার ব্যাটারী লাগায় এবং ২০,০০০/- টাকা দিয়া গাড়ীর বিভিন্ন পার্টস মেরামত করি। গাড়ীটি আমি ক্রয় করিয়া নতুন ব্যাটারী ও মেরামত করার পর গাড়ীটি আমার নিকট হইতে বিভিন্ন অটোরিক্সা চালক ১,৩০,০০০/- টাকা দিয়া ক্রয় করার প্রস্তাব দেয়। বিবাদী উক্ত অটোরিক্সা গাড়ীটি আমাকে দৈনিক ভাড়ায় চালানোর জন্য তাকে দেওয়ার প্রস্তাব দিলে আমি বিবাদীকে উক্ত অটোরিক্সা গাড়ীটি দৈনিক ৩০০/- টাকা করে ভাড়ায় চালানোর
জন্য দিই। বিবাদী গাড়ীর ভাড়া বাবদ ৭,৬০০/- টাকা না দিলে আমি বিবাদীকে গাড়ী
আর দিবনা বলিলে বিবাদী আমার উপর চরম ক্ষিপ্ত হইয়া আমার গাড়ী যে কোন সময় নিয়া যাইবে মর্মে হুমকি প্রদান করে। অদ্য ২৪মার্চ দিবাগত রাত অনুমান ০১.২৫ ঘটিকার সময় অটোরিকশা গাড়ীটি আমি আমার বসত ঘরের বাহিরে উঠানে চার্জ দিই। রাত অনুমান ০৩.৪০
ঘটিকার সময় আমি ও আমার পরিবারের লোকজন সেহেরী খাওয়া জন্য ঘুম থেকে জেগে উঠিলে দেখিতে পাই যে, আমার অটোরিক্সা গাড়ীটি উঠানে নাই। পরবর্তীতে বিবাদীর বাড়ীতে গিয়া বিবাদীকে খোঁজাখুঁজি করিলে বিবাদীকে পাওয়া যাওয়া যায় নাই। গত ২৫মার্চ
দুপর অনুমান ১২.০০ ঘটিকার সময় বিবাদীকে খোঁজাখুঁজি করা কালে লোহাগাড়া থানার
আমিরাবাদ এলাকায় দেখিতে পাইয়া একটি অটোরিক্সাতে তুলিয়া বাড়ীতে আনার সময় বিবাদী ধাক্কাধাক্কি করিয়া অটোরিক্সা গাড়ী হইতে নামিয়া যায় এবং প্রকাশ্যে হুমকি প্রদান করে যে, অটোরিক্সা গাড়ী বিবাদী আমার উঠান থেকে নিয়াছে বলে জানাই।
এব্যাপারে বিবাদী মিনহাজের মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে সাতকানিয়া থানার সাব ইনস্পেকটর মংয়ের নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি অভিযোগের আলোকে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড গঠন
শহীদ রাট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধন
লাউকাঠি নদী থেকে স্কুল ছাত্র রাহুল এর লা’শ উদ্ধার
সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলছেন- দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা.
শ্রমিক দলের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ষড়যন্ত্র কারীদের বিচারের দাবীতে মানববন্ধন