
আনোয়ারায় ওয়াই ফাই সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারীর উপর ATC নেটওয়ার্কের সন্ত্রাসীদের হামলা
এম ইমরান বিন ইসলাম,চট্টগ্রাম:
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ওয়াইফাই সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ২৩ মার্চ দুপুরে বরুমচড়া রাস্তার মাথা নুরুল ইসলাম মেম্বারের বাড়ীর পাশে এই ঘটনা ঘটে। ATC নেটওয়ার্ক সন্ত্রাসীদের হামলার ঘটনায় আহত মো. মারুফ বাদী হয়ে থানায় মো. মিন্টু (৩৬),মোহাম্মদ আনিস (৫০) ও মো. শহীদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বরুমচড়া ও বারখাইন এলাকায় দুটি ওয়াইফাই সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ইজি নেট ও এটিসি নেটওয়ার্ক কাজ করে আসছে। সম্প্রতি ইজি নেট এলাকায় ভাল সার্ভিস দেওয়ায় গ্রাহকদের প্রতি তাদের আস্থা বেড়েছে। ফলে এটিসি নেটওয়ার্কের মালিকের মাথাব্যাথা শুরু হয়। এটিসি নেটওয়ার্কের মালিক আনিস ও তার ভাই মিন্টু ইজি নেটের লোকজনের উপর হামলার পরিকল্পনা করে আসছেন বেশ কিছুদিন ধরে। গত রবিবার দুপুরে ইজি নেটের মাঠকর্মী মো. মারুফ ও জেবল হোসেন একটি বাড়ীতে ওয়াইফাই সংযোগ দিতে গেলে অভিযুক্তরা লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে। এতে দুইজনই আহত হয়। পরে তাদের আনোয়ারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। হামলা করে তাদের একটি স্পালাইসিং মেশিন ও ১টি এলমনিয়ামের সিঁড়ি, ৭০০ মিটার অপটিক্যাল ফাইবার কেটে কেটে টুকরো টুকরো করে ফেলে এটিসি সন্ত্রাসীরা। তাদের ব্যবহারিত একটি মোটরসাইকেল এর বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করে। সব মিলিয়ে তাদের প্রায় এক লক্ষ ৭৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
গোপন তথ্যে জানা যায়, অভিযুক্ত আনিস বলেন, আমার এলাকায় ওয়াইফাই সংযোগ দিতে তাদেরকে নিষেধ করেছি। মারধরের বিষয়টি সঠিক নয়।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত আনিসকে মুঠো ফোনে বার বার ফোনে করলেও তার ফোন রিসিভ না হওয়ায়। বক্তব্য নেওয়া যায়নি।
আনোয়ারা থানার এ এস আই মংসুইনু চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তাং : ২৪/০৩/২৫ই