বাঁশখালীতে বেড়েছে চোর, পকেটমার, চিন্তায়কারীর ও ডাকাত উপদ্রব।
সিফাত এর তথ্য
বাঁশখালীতে বেড়েছে চোর, পকেটমার, চিন্তায়কারী ও ডাকাত উপদ্র,চারিদিকে চিন্তায়কারী ও সন্ত্রাসদমনে পুলিশ তৎপর ঠিক সেই সময় চলছে বাঁশখালীতে বেড়েছে চোর, পকেটমার, চিন্তায় কারী ও ডাকাতী চলছে বিশেষ করে বাহারছড়া ইউনিয়নে চোখে ঘুম নেই বাঁশখালী বাসির এলাকার কিছু গন্য মান্য ব্যক্তি কাছে জানা যায় কিছু চিহ্নিত লোক এগুলো করে থাকে বিশেষ করে ছোট বেলা থেকে, এমন চার জনের নাম প্রকাশ করে মো জাফর ও তার ছেলে মো সিফাতের তথ্যে পায়, সন্দেহরা হলেন- মো কামাল (৫৭) ঐ গ্রুপের লিডার,ইকবাল (৩৫) ওসমান (৩৩) মো রবি(২৭)(প্রকাশ রবি চোরা)বিভিন্ন রকম চুরি,ডাকাতি,চিন্তায়, মাদক ইত্যাদি অপকর্মে সাথে জড়িত এরা সবাই একই পরিবারের ছেলে,কেউ কোথাও ধরা খেলে বাবা মো কামাল( গ্রুপ লিডার) তাদের ছাড়িয়ে নিয়ে আসেন,৷ এদের নিয়ে আরো জানতে পারলাম গত ১৪/২/২৫ ইং তারিখে পাশ্ববর্তী অসহায় এক ব্যাক্তির ছাগল চুরি করে আনোয়ারা সরকারহাট বিক্রির সময় ধরা পড়ে, আগেও একই ব্যাক্তির কাছথেকে ছাগল চুরি করে ছিল এলাকায় বাসী এদের এই অত্যচারে অতিষ্ঠ এলাকা বাসীর জোরালো দাবি যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।
পুর্ন তদন্তের পর বাকি লিখে আসবে সাথে থাকুন।