পটিয়া লাইফ কেয়ার স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক প্রাঃ লিঃ উদ্যোগের ইফতার ও দোয়া মাহফিল
সেলিম চৌধুরী #পটিয়া ( চট্টগ্রাম)
চট্রগ্রামের পটিয়া পৌর সদরের ইন্দ্রপোল এলাকায় বিপুল উৎসাহ উদ্দীপনায় বেশ কয়েকজন ব্যবসায়ী ও পেশাজীবির ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠা পটিয়া লাইফ কেয়ার স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক প্রাঃ লিঃ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল শনিবার পটিয়া ফ্যামিলি কিচেনে অনুষ্টিত হয়। এ সময় উদ্যোক্তারা ছাড়াও প্রধান অতিথি হিসেবে মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ জালাল উদ্দিন। অনুষ্ঠানের আগত অতিথিবৃন্দের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন পটিয়া লাইফ কেয়ার হাসপাতালের এমডি স্বনামধন্য সার্জন ডাঃ এমদাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া বারের সাবেক সভাপতি এড, একেএম শাহজাহান উদ্দিন, ডাঃ শওকত আলম,পটিয়া লবন মিল মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন, প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ হাশেম, ডাঃ রিজওয়ান আজাদ চৌধুরী। পরিচালক ও শেয়ারহোল্ডারদের মধ্যে থেকে বক্তব্য রাখেন পরিচালক আবসার উদ্দিন সোহেল এবং মোঃ হারুনুর রশিদ।
অনুষ্ঠানে উদ্যোক্তা প্রকৌশলী মুহাম্মদ শহীদুল আলম, উদ্যােক্তা কামরুল হাসান, উদ্যোক্তা মুঃ জিয়া উদ্দিন নোমান, উদ্যোক্তা মোঃ মোক্তাদের আলম, পরিচালক মোঃ ফারুক, ছাড়াও আরো অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, এডভোকেট, ব্যবসায়ী, ব্যাংকার, প্রবাসী, সমাজসেবক সহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। এতে বক্তারা আধুনিক চিকিৎসা সেবার মান বজায় রাখার মাধ্যমে এ হাসপাতালকে একটি মানবিক সেবার অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহ দরবারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। ।
উল্লেখ্য যে,পটিয়া পৌর সদরের ইন্দ্রপোল এলাকায় দক্ষিণ চট্টগ্রামের জনগণের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় বেশ কয়েকজন ব্যাবসায়ী ও পেশাজীবির ঐকান্তিক প্রচেষ্টায় পটিয়া লাইফ কেয়ার স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক প্রাঃ লিঃ নামে সকল আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ করা হচ্ছে।