ধর্ষণের ঘটনাগুলো অনেক উদ্বেগ তৈরি করছে আইনশৃঙ্খলার উন্নয়নের বিকল্প নেই আহ্বায়ক নাহিদ ইসলাম
সরকারকে আইনশৃঙ্খলার আরও উন্নতি ঘটাতে হবে : নাহিদ ইসলাম
সাকিব হোসেন পটুয়াখালী প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা মনে করছি ধর্ষণের ঘটনাগুলো অনেক উদ্বেগ তৈরি করছে সমাজে এবং আমাদের নারীদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলার উন্নয়নের বিকল্প নেই। আইনশৃঙ্খলার যেহেতু উন্নতি হচ্ছে না, সেই সুযোগেই এ ধরনের ঘটনাগুলো বাড়ছে বলে আমরা মনে করছি।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ জসিম উদ্দিনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবে যারা শহিদ হয়েছেন, তাদের পরিবারের সদস্যরাও এ ধরনের ((ধর্ষণ) হেনস্থার শিকার হচ্ছে। শুধু শহিদ পরিবার বলে কথা নয়, বাংলাদেশের যে কোনো নাগরিক, সাধারণ নারীর জন্য বিভীষিকাময় বিষয়। তার নিরাপত্তা সংকট তৈরি হয় চলাচলের ক্ষেত্রে।
তিনি আরও বলেন, আজকে আমরা পটুয়াখালীতে এসেছি, আমরা কথা বলেছি হাসপাতাল এবং প্রশাসনের সঙ্গে, ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। সঠিক বিচার ও দ্রুত সময়ের মধ্যে বিচার এ পরিস্থিতি থেকে উত্তরণ করতে সহায়তা করবে। পাশাপাশি আমাদের সামাজিক মূল্যবোধ, নৈতিকতা সেটারও প্রচার প্রসার করতে হবে। সরকারকে আইনশৃঙ্খলার আরও উন্নতি ঘটাতে হবে। আমরা সেই জায়গা থেকে সরকারকে আহ্বান জানিয়েছি।
নাহিদ ইসলাম বলেন, যথা সময়ে যদি ব্যাবস্থা না নেওয়া হয় এবং উন্নতি না ঘটে পরিস্থিতির তাহলে আমরা সেই জায়গা থেকে রাজপথে প্রতিবাদ জানাবো এই বিষয়ে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এ বিষয়ে সর্বাত্মকভাবে সহযোগিতা করব, কাজ করব। এই পরিবারগুলোর সঙ্গে আমরা আছি, এই পরিবার আমাদেরই অংশ। পাশাপাশি যে কোনো ভিকটিম পরিবারের পাশে আমরা দাঁড়াব
ধর্ষণের ঘটনাগুলো অনেক উদ্বেগ তৈরি করছে
আইনশৃঙ্খলার উন্নয়নের বিকল্প নেই
আহ্বায়ক নাহিদ ইসলাম
সরকারকে আইনশৃঙ্খলার আরও উন্নতি ঘটাতে হবে : নাহিদ ইসলাম
সাকিব হোসেন পটুয়াখালী প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা মনে করছি ধর্ষণের ঘটনাগুলো অনেক উদ্বেগ তৈরি করছে সমাজে এবং আমাদের নারীদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলার উন্নয়নের বিকল্প নেই। আইনশৃঙ্খলার যেহেতু উন্নতি হচ্ছে না, সেই সুযোগেই এ ধরনের ঘটনাগুলো বাড়ছে বলে আমরা মনে করছি।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ জসিম উদ্দিনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবে যারা শহিদ হয়েছেন, তাদের পরিবারের সদস্যরাও এ ধরনের ((ধর্ষণ) হেনস্থার শিকার হচ্ছে। শুধু শহিদ পরিবার বলে কথা নয়, বাংলাদেশের যে কোনো নাগরিক, সাধারণ নারীর জন্য বিভীষিকাময় বিষয়। তার নিরাপত্তা সংকট তৈরি হয় চলাচলের ক্ষেত্রে।
তিনি আরও বলেন, আজকে আমরা পটুয়াখালীতে এসেছি, আমরা কথা বলেছি হাসপাতাল এবং প্রশাসনের সঙ্গে, ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। সঠিক বিচার ও দ্রুত সময়ের মধ্যে বিচার এ পরিস্থিতি থেকে উত্তরণ করতে সহায়তা করবে। পাশাপাশি আমাদের সামাজিক মূল্যবোধ, নৈতিকতা সেটারও প্রচার প্রসার করতে হবে। সরকারকে আইনশৃঙ্খলার আরও উন্নতি ঘটাতে হবে। আমরা সেই জায়গা থেকে সরকারকে আহ্বান জানিয়েছি।
নাহিদ ইসলাম বলেন, যথা সময়ে যদি ব্যাবস্থা না নেওয়া হয় এবং উন্নতি না ঘটে পরিস্থিতির তাহলে আমরা সেই জায়গা থেকে রাজপথে প্রতিবাদ জানাবো এই বিষয়ে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এ বিষয়ে সর্বাত্মকভাবে সহযোগিতা করব, কাজ করব। এই পরিবারগুলোর সঙ্গে আমরা আছি, এই পরিবার আমাদেরই অংশ। পাশাপাশি যে কোনো ভিকটিম পরিবারের পাশে আমরা দাঁড়াব
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা সাদিক কায়েমের
‘তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে যা অতীতে কোনো নেতা পাননি’
হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে, আশঙ্কা মির্জা ফখরুলের
সিন্ডিকেটের কবলে সারের বাজার, জিম্মি কৃষক
উড্ডয়নের কিছুক্ষণ পরই ইঞ্জিন বিকল, যুক্তরাষ্ট্রে বিমানের জরুরি অবতরণ
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. মোশাররফ