চাঁদাবাজির অভিযোগে নতুন দলের (জাতীয় নাগরিক কমিটির) ২ সদস্য কে আটক করেছে পুলিশ
ইপিজেডে অনৈতিক চাঁদাবাজি অভিযোগে জাতীয় নাগরিক কমিটির ২ সদস্য কে আটক করেছে পুলিশ….!
ডেস্ক নিউজ:১৮ মার্চ (চট্টগ্রাম)
প্রথমে ছাত্র সমন্বয়ক পরে জাতীয় নাগরিক কমিটির ইপিজেড থানা কমিটির নেতা বনে যাওয়া চাঁদাবাজ আসাদুজ্জামান রাফি ও মোঃ ইমন কে ইপিজেড থানা পুলিশ গতকাল রাতে আটক করেছে।
তারা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে মানুষের দুর্বল স্থানে আঘাত করে মোটা অংকের চাঁদা আদায় সহ মাসুয়ারা অর্থ উপার্জন করে আসছেন।
এছাড়া ও ইপিজেড এলাকায় ফুটপাত, রেললাইন ও হকার এবং ভ্রাম্যমাণ ভ্যান গাড়ির নিকট হতে বিগত ৮/৯মাস যাবত নিয়মিত চাঁদা আদায় করার প্রাথমিক তথ্য তারা পুলিশ কে দিয়েছে!
আটকের বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া মাত্রই এদের কে ধরা হয়েছে । ধৃতদের উপযুক্ত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আদালতে বিচার দাবী করছি।
এই চক্রের আর বেশ কিছু সদস্য রয়েছে ,তাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি জানিয়েছেন।
””””’
চাঁদাবাজির অভিযোগে নতুন দলের (জাতীয় নাগরিক কমিটির) ২ সদস্য কে আটক করেছে পুলিশ
ইপিজেডে অনৈতিক চাঁদাবাজি অভিযোগে জাতীয় নাগরিক কমিটির ২ সদস্য কে আটক করেছে পুলিশ….!

ডেস্ক নিউজ:১৮ মার্চ (চট্টগ্রাম)
প্রথমে ছাত্র সমন্বয়ক পরে জাতীয় নাগরিক কমিটির ইপিজেড থানা কমিটির নেতা বনে যাওয়া চাঁদাবাজ আসাদুজ্জামান রাফি ও মোঃ ইমন কে ইপিজেড থানা পুলিশ গতকাল রাতে আটক করেছে।
তারা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে মানুষের দুর্বল স্থানে আঘাত করে মোটা অংকের চাঁদা আদায় সহ মাসুয়ারা অর্থ উপার্জন করে আসছেন।
এছাড়া ও ইপিজেড এলাকায় ফুটপাত, রেললাইন ও হকার এবং ভ্রাম্যমাণ ভ্যান গাড়ির নিকট হতে বিগত ৮/৯মাস যাবত নিয়মিত চাঁদা আদায় করার প্রাথমিক তথ্য তারা পুলিশ কে দিয়েছে!
আটকের বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া মাত্রই এদের কে ধরা হয়েছে । ধৃতদের উপযুক্ত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আদালতে বিচার দাবী করছি।
এই চক্রের আর বেশ কিছু সদস্য রয়েছে ,তাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি জানিয়েছেন।
””””’
ছবি ও তথ্য সংগৃহীত
সাংবাদিক এবাদুল হোসেনের উপর সন্ত্রাসী হামলা মামলায় এজাহারভুক্ত ৩ নম্বর আসামি গাফফার গ্রেফতার
আইনগত বিজ্ঞপ্তি
চট্টগ্রাম প্রতিদিন নিষিদ্ধ ও আয়ান শর্মাকে গ্রেফতারের দাবী”
তুহিন হত্যাসহ সকল সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে
বরগুনা আমতলীতে আওয়ামীলীগ নেতা এখন হলদিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি
এন এন স্পোর্টস এরিনা টার্প মাঠে ষষ্ঠ বারের মত টুর্নামেন্ট উদ্বোধন।