অধীর বড়ুয়া বোয়ালখালী প্রবাসবন্ধু ফোরামের সভাপতি নির্বাচিত হলেন

বোয়ালখালী প্রবাসবন্ধু ফোরামের
সভাপতি নির্বাচিত হলেন অধীর বড়ুয়া

বিপ্লব দাস : বোয়ালখালী (চট্টগ্রাম)

ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নী মাইগ্রেন্টস ( প্রত্যাশা-২) ‘এর বোয়ালখালী উপজেলা প্রবাসবন্ধু ফোরাম(মাইগ্রেশন ফোরাম) এর সভাপতি নির্বাচিত হয়েছেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলা ব্রাক অফিসের ব্রাক মাইগ্রেশন ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত ত্রৈমাসিক এক সাধারন সভায় সর্ব সন্মতিক্রমে এটি করা হয়।

ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার জুয়েল সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন- ব্রাক মাইগ্রেশন ফোরাম চট্টগ্রাম অঞ্চলের সেক্টর স্পেশালিষ্ট (ইকনমিক্ রিন্ট্রিগ্রেশন) মো: তানবীর আহমেদ।
এসময় ব্রাক মাইগ্রেশন ফোরাম বোয়ালখালী উপজেলা ও প্রবাস বন্ধু ফোরামের সদস্য/সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি মেম্বার রমা ঘোষ, জলি সেন গুপ্ত, সঞ্জু বড়ুয়া,নমিতা চক্রবর্তী, কুমকুম চৌধুরী, সাবিনা ইয়াসমিন,রাবেয়া আক্তার, ছৈয়দুল ইসলাম, সাইফুল আলম, দিলুয়ারা বেগম,শিল্পী আকতার, আবদুল মান্নান প্রমুখ।