টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো চালকের

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো চালকের

গৌরাঙ্গ বিশ্বাস#টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও তিনজন।  আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক এসআই নাজিম উদ্দিন জানান, আজ ভোরে হাতিয়া এলাকায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা আলুবাহী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা চালবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই চালবাহী ট্রাকের চালক নিহত হন।  এ সময় আহত হন চালক ও সহকারীসহ তিনজন।  ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।  দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।  নিহতের পরিচয় এখনও নিশ্চিত হয়নি বলেও জানান তিনি।