হাতিয়ারঘোনা ২১ মার্চ মিলাদ মাহফিল কে কেন্দ্র করে দুই পক্ষের উক্তেজনা সংঘর্ষের আশংকা
পটিয়ার হাতিয়ারঘোনা মিলাদ
মাহফিল কে কেন্দ্র করে দুই পক্ষের উক্তেজনা সংঘর্ষের আশংকা।
#সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি(চট্টগ্রাম) #
চট্টগ্রামে পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়ন হাতিয়ারঘোনা এলাকায় কাজী এবাদুল্লাহ শাহ্ (রহঃ) জামে মসজিদের স্বার্থে ব্যবহার মাঠে আগামী ২১ মার্চ ওরশ ও মিলাদ মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নোংরা উভয় পক্ষের মধ্যে উক্তেজনা ও সংঘর্ষের আশংকা দিয়েছে। এ ব্যাপারে প্রশসনের পক্ষ থেকে উভয় পক্ষ মিলেমিশে মিলাদ ও ওরশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উভয় পক্ষ একই স্থানে মিলাদ ও ওরশ দেখা করা চেষ্টা হলে এতে সংঘর্ষের আশংকা করেছে স্থানীয়রা। এবিষয়ে হাজী মোসলেম খান এর পুএ বাদী হয়ে প্রতিকার প্রার্থনা করে তিনজন কে বিবাদী করে পটিয়া থানায়, সেনা কেম্পে ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ে করেছে।
বিষয়টি এর আগে অনেক ঘটনা ঘটে। নজরুল ইসলাম বিষয়টি এলাকার জন্য জনগুরুত্বপূর্ণ বিদায় সংশ্লিষ্ট উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
হাতিয়ারঘোনা ২১ মার্চ মিলাদ মাহফিল কে কেন্দ্র করে
দুই পক্ষের উক্তেজনা সংঘর্ষের আশংকা
পটিয়ার হাতিয়ারঘোনা মিলাদ
মাহফিল কে কেন্দ্র করে দুই পক্ষের উক্তেজনা সংঘর্ষের আশংকা।
#সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি(চট্টগ্রাম) #
চট্টগ্রামে পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়ন হাতিয়ারঘোনা এলাকায় কাজী এবাদুল্লাহ শাহ্ (রহঃ) জামে মসজিদের স্বার্থে ব্যবহার মাঠে আগামী ২১ মার্চ ওরশ ও মিলাদ মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নোংরা উভয় পক্ষের মধ্যে উক্তেজনা ও সংঘর্ষের আশংকা দিয়েছে। এ ব্যাপারে প্রশসনের পক্ষ থেকে উভয় পক্ষ মিলেমিশে মিলাদ ও ওরশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উভয় পক্ষ একই স্থানে মিলাদ ও ওরশ দেখা করা চেষ্টা হলে এতে সংঘর্ষের আশংকা করেছে স্থানীয়রা। এবিষয়ে হাজী মোসলেম খান এর পুএ বাদী হয়ে প্রতিকার প্রার্থনা করে তিনজন কে বিবাদী করে পটিয়া থানায়, সেনা কেম্পে ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ে করেছে।
বিষয়টি এর আগে অনেক ঘটনা ঘটে। নজরুল ইসলাম বিষয়টি এলাকার জন্য জনগুরুত্বপূর্ণ বিদায় সংশ্লিষ্ট উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
সীতাকুন্ড পৌর সদর ব্যবসায়ী সমিতির নির্বাচনে হবে ৫ই আগষ্টের পর মডেল নির্বাচন
সীতাকুণ্ড প্রেসক্লাবের আয়োজনে মৌসুমী ফল উৎসব
জীবন যুদ্ধে হার না মানা ১০০বছরের বৃদ্ধ আজাহার মোল্লা।
নির্যাতিত শিক্ষিকার বহুবছরের পৈত্তিক বসতভিটায় প্রশ্নবিদ্ধ অনুমোদন নিয়ে বে-আইনি ভাবে বহুতল ভবন নির্মাণ
বান্দরবান জেলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচন
ড. আফম খালিদ হোসেন.
চট্টগ্রাম ডিসি পার্কের পুকুরে মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্লাওয়ার জোন উদ্বোধন।