পটুয়াখালীর দুমকীতে সড়ক দুর্ঘটনায় বাম পায়ে গুরুতর আহত হয়ে দীর্ঘ মেয়াদী চিকিৎসার খরচ মেটাতে নিঃস্ব হয়েছেন ভ্যান চালক মোঃ আলমগীর শরীফ(৫০)। তার পক্ষে এখন আর চিকিৎসার খরচ জোগানো সম্ভব নয়। এছাড়াও তিনি স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পঙ্গু আলমগীর হোসেন শরীফ উপজেলার লেবুখালী ইউনিয়নের ৯নং ওয়র্ডের পূর্ব কার্তিকপাশা গ্রামের বাসিন্দা।
রবিবার (১৬ মার্চ) সরেজমিনে গিয়ে জানতে চাইলে দৈনিক24সংবাদ কে বলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আলমগীর শরীফ গত বছরের ২০ জানুয়ারি উপজেলার থানা ব্রীজের পূর্ব পার্শ্বে লেবুখালী- বাউফল মহাসড়কে পেছন থেকে একটি অটোগাড়ি তার ভ্যানকে ধাক্কা দিলে সামনে থাকা অপর একটি টমটমের সাথে সংঘর্ষ হয়। এতে তার বাম পায়ের হাঁটুর হাড় ভেঙে ২২ টুকরা হয়ে যায়। দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল সরকারি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলী ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। ওই সময় তার বাম পায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিপুল অর্থ ব্যয় হয় তার। তবুও তিনি পরিপূূর্ণ সুস্থ্য না হলে শেষ সহায় সম্বলটুকু বিক্রি করে নিংস্ব হয়ে গেছে তার পরিবারটি। চিকিৎসক জানিয়েছেন অতিদ্রুত তার পায়ের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন।
পঙ্গু আলমগীর হোসেন কান্না জড়িত কন্ঠে বলেন, ভাঙ্গা পা নিয়ে সবসময় শুয়ে বসে থাকতে হয়। কি খাব আর কি দিয়ে পায়ের চিকিৎসা করাবো তা বুঝতে পারছি না। সমাজের বিত্তবানসহ সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। আমার মোবাইল নাম্বার- ০১৭৯৪৪০৫০৪৪(নগদ একাউন্ট) এবং ০১৩৩৪০৮৩৮১ (বিকাশ একাউন্ট)এ সাহায্য করার অনুরোধ করছি।
পূর্ব কার্তিকপাশা গ্রামের নূর মোহাম্মদ ও রফিকুল ইসলামসহ অন্যান্য প্রতিবেশিরা দৈনিক24সংবাদ কে জানান, ভ্যান চালিয়ে আলমগীরের ৬ সদস্যের পরিবার ভালোই চলতো। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আলমগীরের জীবন এলোমেলো হয়ে গেছে। আমরা আমাদের সাধ্যমত সহযোগীতা করেছি। সমাজের বিত্তবানগন তার পাশে দাঁড়ালে পরিবারটা বেঁচে যেতো।
এব্যাপারে দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক দৈনিক24সংবাদ কে বলেন, তিনি আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুমকীতে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক পঙ্গু, চিকিৎসা সহায়তার আবেদন।
দুমকীতে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক পঙ্গু চিকিৎসা সহায়তার আবেদন।
সাকিব হোসেন (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকীতে সড়ক দুর্ঘটনায় বাম পায়ে গুরুতর আহত হয়ে দীর্ঘ মেয়াদী চিকিৎসার খরচ মেটাতে নিঃস্ব হয়েছেন ভ্যান চালক মোঃ আলমগীর শরীফ(৫০)। তার পক্ষে এখন আর চিকিৎসার খরচ জোগানো সম্ভব নয়। এছাড়াও তিনি স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পঙ্গু আলমগীর হোসেন শরীফ উপজেলার লেবুখালী ইউনিয়নের ৯নং ওয়র্ডের পূর্ব কার্তিকপাশা গ্রামের বাসিন্দা।
রবিবার (১৬ মার্চ) সরেজমিনে গিয়ে জানতে চাইলে দৈনিক24সংবাদ কে বলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আলমগীর শরীফ গত বছরের ২০ জানুয়ারি উপজেলার থানা ব্রীজের পূর্ব পার্শ্বে লেবুখালী- বাউফল মহাসড়কে পেছন থেকে একটি অটোগাড়ি তার ভ্যানকে ধাক্কা দিলে সামনে থাকা অপর একটি টমটমের সাথে সংঘর্ষ হয়। এতে তার বাম পায়ের হাঁটুর হাড় ভেঙে ২২ টুকরা হয়ে যায়। দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল সরকারি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলী ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। ওই সময় তার বাম পায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিপুল অর্থ ব্যয় হয় তার। তবুও তিনি পরিপূূর্ণ সুস্থ্য না হলে শেষ সহায় সম্বলটুকু বিক্রি করে নিংস্ব হয়ে গেছে তার পরিবারটি। চিকিৎসক জানিয়েছেন অতিদ্রুত তার পায়ের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন।
পঙ্গু আলমগীর হোসেন কান্না জড়িত কন্ঠে বলেন, ভাঙ্গা পা নিয়ে সবসময় শুয়ে বসে থাকতে হয়। কি খাব আর কি দিয়ে পায়ের চিকিৎসা করাবো তা বুঝতে পারছি না। সমাজের বিত্তবানসহ সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। আমার মোবাইল নাম্বার- ০১৭৯৪৪০৫০৪৪(নগদ একাউন্ট) এবং ০১৩৩৪০৮৩৮১ (বিকাশ একাউন্ট)এ সাহায্য করার অনুরোধ করছি।
পূর্ব কার্তিকপাশা গ্রামের নূর মোহাম্মদ ও রফিকুল ইসলামসহ অন্যান্য প্রতিবেশিরা দৈনিক24সংবাদ কে জানান, ভ্যান চালিয়ে আলমগীরের ৬ সদস্যের পরিবার ভালোই চলতো। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আলমগীরের জীবন এলোমেলো হয়ে গেছে। আমরা আমাদের সাধ্যমত সহযোগীতা করেছি। সমাজের বিত্তবানগন তার পাশে দাঁড়ালে পরিবারটা বেঁচে যেতো।
এব্যাপারে দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক দৈনিক24সংবাদ কে বলেন, তিনি আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীতাকুন্ড পৌর সদর ব্যবসায়ী সমিতির নির্বাচনে হবে ৫ই আগষ্টের পর মডেল নির্বাচন
সীতাকুণ্ড প্রেসক্লাবের আয়োজনে মৌসুমী ফল উৎসব
জীবন যুদ্ধে হার না মানা ১০০বছরের বৃদ্ধ আজাহার মোল্লা।
নির্যাতিত শিক্ষিকার বহুবছরের পৈত্তিক বসতভিটায় প্রশ্নবিদ্ধ অনুমোদন নিয়ে বে-আইনি ভাবে বহুতল ভবন নির্মাণ
বান্দরবান জেলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচন
ড. আফম খালিদ হোসেন.
চট্টগ্রাম ডিসি পার্কের পুকুরে মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্লাওয়ার জোন উদ্বোধন।