
কর্ণফুলী শাহামীরপুর বৌদ্ধ বিহারে ১০দিন ব্যাপী গুরুপূজা, সংঘদান, সংবর্ধনা ও বিদর্শন ভাবনা কোর্স উদ্বোধন
বিপ্লব দাস : চট্টগ্রাম
কর্ণফুলী দক্ষিণ শাহামীরপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারের আয়োজনে গুরুপুজা, সংবর্ধনা, ১০দিন ব্যাপি বিদর্শণ ভাবনা কোর্স উদ্বোধন ও বৈকালিক অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠানানাদি গত ১১ মার্চ অনুষ্ঠিত হয়। কর্ণফুলি উপজেলার জুলধা এলাকার
গ্রাম বাসীর সার্বিক সহযোগিতা ও বিহার কমিটির আন্তরিকতায় এই উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শাকপুরা সার্বজনীন তপোবন বিহারের অধ্যক্ষ শিক্ষাবিদ বসুমিত্র মহাস্থবির। ভদন্ত জয়সেন ভিক্ষু’র সঞ্চালনায় সভায় উদ্বোধক ছিলেন- বাংলাদেশ সংঘরাজ বৌদ্ধ ভিক্ষু মহাসভার দপ্তর সম্পাদক ঊনাইনপুরা লঙ্কারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত রতনানন্দ থেরো।
প্রধান ধর্মদেশক ছিলেন বাগ্মীশ্বর সংঘরত্ন এম প্রজ্ঞামিত্র থের।
উপস্থিত ছিলেন ভদন্ত জ্ঞানমিত্র থের, ভদন্ত মেত্তানন্দ থের, ভদন্ত বিনয়ানন্দ ভিক্ষু, ভদন্ত ধর্মপ্রিয় ভিক্ষু, ভদন্ত কল্যাণমিত্র ভিক্ষু।
পঞ্চশীল প্রার্থনা করেন বাবু প্রশান্ত কুমার বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনাইনপুরা গ্রামের কৃতি সন্তান বাবু নিত্যময় চৌধুরী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের প্রতিবেদক, বৌদ্ধবার্তা’র সম্পাদক ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারন সম্পাদক বাবু পল্টু কান্তি বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের নবনির্বাচিত কার্যকরী সভাপতি বাবু মিলু বড়ুয়া, বৈদ্যপাড়া বোধিদ্রুম বিহার কমিটির সাধারন সম্পাদক বাবু সনৎ বড়ুয়া সমাজ সেবক বাবু মিলন বড়ুয়া, সমাজসেবক বাবু জ্যোতির্ময় বড়ুয়া আলো, কর্ণফুলী উপজেলার জুলদা ভুমি অফিসের কর্মকর্তা বাবু অরুণ বড়ুয়া, সমাজ হিতৈষী বাবু রুপরাজ বড়ুয়া। আগামী ২১ মার্চ অষ্টপরিস্কারসহ সংঘদান ও জ্ঞাতি সন্মেলনের মধ্যদিয়ে চলমান বিদর্শন ভাবনা কোর্স সমাপ্তি হবার কথা রয়েছে।
শাহামীরপুর বৌদ্ধ বিহারে ১০দিন ব্যাপী গুরুপূজা, সংঘদান, সংবর্ধনা ও বিদর্শন ভাবনা কোর্স উদ্বোধন অনুষ্ঠানে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের প্রতিবেদক অধীর বড়ুয়ার হাতে সংবর্ধনা স্মারক তুলে দেয়া হচ্ছে।