কালিগঞ্জ প্রত্যয় আইডিয়াল স্কুলের নতুন ভবনের কাজের শুভ উদ্বোধন
সুকুমার দাশ বাচ্চু:
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রস্তাবিত নতুন ভবনের কাজের শুভ উদ্বোধন করলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বৃহস্পতিবার (১৩ মার্চ )সকাল ন'টায় নাজিমগঞ্জ বাজারের মসজিদের সন্নিকটে রাস্তার পাশে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে আনুষ্ঠানিকভাবে কোদাল দিয়ে মাটি কেটে নতুন স্কুল বিল্ডিং এর শুভ উদ্বোধন ঘোষণা করার পর দোয়া মোনাজাত করেন।
প্রত্যয় আইডিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম রেজা সভাপতিত্বে ও প্রত্যয় এর নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু ,আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মোঃ মহসিন আলী, প্রত্যয়ের চেয়ারম্যান মোঃ আজগার আলী, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রব, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আবু তাহের, হাফেজ খাইরুল বাশার , প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান সহকারী শিক্ষক আলমগীর হোসেন সহ স্কুলের সকল শিক্ষক কমিটির সদস্য বৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন । প্রায় এক কোটি বিশ লাখ টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ছয় মাসের মধ্যে নির্মাণ করা হবে বলে জানা যায় । প্রত্যয় আইডিয়াল স্কুলে আদর্শ ও নৈতিকতা শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা সহ শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় গড়ে তোলা হবে। প্রত্যয় আইডিয়াল স্কুলের নতুন ভবনটি নির্মিত হলে কালিগঞ্জ উপজেলার মধ্যে বেসরকারি পর্যায়ে একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হবে বলে ধারণা করা হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রথম থেকেই শিক্ষার গুণগত মান উন্নয়নে শুলাম অক্ষুন্ন রেখেছে। আগামীতে অবকাঠামো উন্নয়ন হলে এটি হবে সাতক্ষীরা জেলার মধ্যে কালিগঞ্জ উপজেলা সহ এ অঞ্চলের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।