শিক্ষকের ভুলে হতদরিদ্র পরিবারের মাসুমার শিক্ষা জীবন সংকটে
সাকিব হোসেন:
পটুয়াখালীর বাউফলের দাশপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান মাসুমা বেগম (১৭)। তিনি উত্তর দাশপাড়া দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল (এসএসসি) পরীক্ষার্থী ছিলেন। কিন্তু মাদ্রাসা বোর্ডের তথ্য বলছে, এবছর তিনি পরীক্ষা দিতে পারছেন না। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পরীক্ষার জন্য তার রেজিস্ট্রেশন করেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
এ সংক্রান্ত অভিযোগ এনে বুধবার (১২মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা মাফুজা বেগম।
ভুক্তভোগী পরিবার জানায়, শিক্ষার্থী মাসুমার বাবা কোনো কাজ করেন না৷ ভবঘুরে জীবনযাপন তার। তাই সংসারের দায়িত্ব তার স্ত্রী মাফুজার কাঁধে। মাসুমা এলাকার ধনাঢ্য পরিবারের সাহায্য সহযোগিতা ও গৃহস্থলী কাজ করে সন্তানদের লেখাপড়া করাতেন। রেজিস্ট্রেশনের সময়ও ধারদেনা করে মাদ্রাসায় টাকা জমা দেন শিক্ষার্থীর মা। রেজিস্ট্রেশন হয়েছে বলেও জানানো হয় তাদের। কিন্তু ২৪ সালের ডিসেম্বরে দাখিল পরীক্ষার ফরম পূরন করতে মাদ্রাসায় গেলে জানতে পারে মাসুমার রেজিষ্ট্রেশন হয়নি৷
ভুক্তভোগী শিক্ষার্থী মাসুমা বেগম বলেন, পরিবারের সবার অমতে মায়ের সাপোর্টে অনেক কষ্টে পড়াশুনা চালিয়ে গেছি। কান্না জড়িত কন্ঠে মাসুমা বলেন, তাদের টাকা লাগবে তারা বলতেন। এভাবে আমার শিক্ষাজীবন কেনো হুমকির মুখে ফেললেন তারা? প্রশ্ন ভুক্তভোগীর।
অভিযোগ অস্বীকার করে শিক্ষক আইয়ুব আলী বলেন, 'এ বিষয়ে আমি কিছুই জানি না। এ'কাজের দায়িত্ব আমার না। পরে দেখা করে সামনাসামনি এ বিষয়ে কথা বলতে চান বলে জানান শিক্ষক আইয়ুব।' অভিযোগ খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন ইউএনও মো. আমিনুল ইসলাম