সিএমপি'র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত ০১ জন পলাতক আসামী গ্রেফতার
পাহাড়তলী থানার এসআই/মোঃ শহীদুল আলম পারভেজ সংগীয় এএসআই/টিপু সুলতান, এএসআই ইব্রাহীম,এএসআই/মনজুর আলম ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ১২/০৩/২০২৫ তারিখ অনুমান ২০:৩০ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন সাগরিকা মুরগীর ফার্ম এলাকায় অভিযান পরিচালনা করে সিআর মামলা নং- ৩৬০/১৮ এর ৩ মাসের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী ০১। পবির কুমার নাথ, পিতা- মিনাল কান্তি নাথ, সাং- মেসার্স জিপি আয়রন মাট, জনতা আয়রন মার্কেট, সাগরিকা রোড, থানা- পাহাড়তলী, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।