৫ আগষ্টের হত্যা কান্ডের সাথে জরিত আসামী বাদী হয়ে কর্ণফুলী থানা বিএনপির কর্মী বিরুদ্ধে মিথ্যা মামলা করেন।
৫ আগষ্টের হত্যা কান্ডের সাথে জরিত আসামী বাদী হয়ে কর্ণফুলী থানা বিএনপির কর্মী বিরুদ্ধে মিথ্যা মামলা করেন।
নিজস্ব প্রতিবেদক :
জুলাই আগস্ট গণঅভ্যুথানে আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা সরাসরি উসকানি, হত্যাকান্ডের নেতৃত্বকারী ফ্যাসিস্ট সরকারের দোসর, ওরা বাদী হয়ে বিএনপির নেতা এম মঈনউদ্দিন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান( ইউপি) ও বিশিষ্ট ব্যবসায়ী মির্জা মোহাম্মদ আজাদ এর বিরুদ্ধে মিথ্যা মামলা করায়
প্রতিবাদে আজ মানববন্ধন করেছেন কর্ণফুলী বিএনপি অঙ্গ সংগঠন,
মানববন্ধনটি মির্জা ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়
মানববন্ধনে উপস্থিত ছিলেন কর্ণফুলী বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হারুন,কর্ণফুলী বিএনপি’র সদস্য মোঃ ইসমাইল, মো: শাহাদাত মোহাম্মদ মান্না মোহাম্মদ আলী, মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন যুবদলের ইব্রাহিম, জিএম জসিম সহ প্রমূখ, এতে বক্তারা বলেন আওয়ামী দোসরের কারণে ১৭ বছর নির্যাতিত হয়েও এলাকায় আসতে পারিনি, এই আওয়ামী দৌসরা কর্ণফুলী উপজেলা কে মাদকের রাজ্য বানিয়ে ছিল, খুন করে এলাকায় ওপেন চলাফেরা করতেন,চান্দাবাজি, টেন্ডারবাজি,ইভটিজিং সহ অনেক খারাপ কাজে লিপ্ত ছিলো এই আওয়ামী দৌসররা, এখনো কেমনে ওপেন চলাফেরা করে এদের কে কর্ণফুলী উপজেলা প্রশাসন কোন আইনের আওতায় আনে না কেন, একজন পাঁচে আগস্টের হত্যা মামলার আসামি থানায় গিয়ে কেমনে বাদী হইয়ে অন্য জনকে মিথ্যা মামলার আসামি বানায়,কর্নফুলির পুলিশ কি চোখে দেখেনা,এখনো মনে পড়ে আমরা চোখে দেখেছি কর্নফুলি ইছানগরের শেখ মহিউদ্দিন জাহাঙ্গীরকে কিভাবে কুপি হত্যা করেছে, শত প্রামান থাকার পরও ঐ আসামীরায় এখনো রাজত্ব করছে,আবার থানা এসে বাদী হয়ে নিরাপরাদ ব্যাক্তিকে আসামি করছে,বক্তারা আরো বলেন কর্ণফুলি থানা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনার ঐসব আওয়ামী দৌসরদের এখনো আইনের আওতায় এনে শাস্তি দিন,নয়ত এরা মিথ্যা মামলা সাজিয়ে সহজ সরল মানুষকে বিপাকে পেলে লুটপাট করবে।
আমরা আইন মানি আইন কে শ্রদ্ধা করি প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ মিথ্যা মামলা পরিহার করুন,
বক্তারা বলেন তারেক রহমান দেশে শান্তি শৃঙ্খলা ও মাদক মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে,
সেখানে ঐ দৌসররা লন্ডবন্ড করে দিচ্ছে, যাতে BNP ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ সুন্দর গড়ার লক্ষ্য পৌঁছাতে না পারে,
৫ আগষ্টের হত্যা কান্ডের সাথে জরিত আসামী বাদী হয়ে কর্ণফুলী থানা বিএনপির কর্মী বিরুদ্ধে মিথ্যা মামলা করেন।
৫ আগষ্টের হত্যা কান্ডের সাথে জরিত আসামী বাদী হয়ে কর্ণফুলী থানা বিএনপির কর্মী বিরুদ্ধে মিথ্যা মামলা করেন।
নিজস্ব প্রতিবেদক :
জুলাই আগস্ট গণঅভ্যুথানে আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা সরাসরি উসকানি, হত্যাকান্ডের নেতৃত্বকারী ফ্যাসিস্ট সরকারের দোসর, ওরা বাদী হয়ে বিএনপির নেতা এম মঈনউদ্দিন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান( ইউপি) ও বিশিষ্ট ব্যবসায়ী মির্জা মোহাম্মদ আজাদ এর বিরুদ্ধে মিথ্যা মামলা করায়
প্রতিবাদে আজ মানববন্ধন করেছেন কর্ণফুলী বিএনপি অঙ্গ সংগঠন,
মানববন্ধনটি মির্জা ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়
মানববন্ধনে উপস্থিত ছিলেন কর্ণফুলী বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হারুন,কর্ণফুলী বিএনপি’র সদস্য মোঃ ইসমাইল, মো: শাহাদাত মোহাম্মদ মান্না মোহাম্মদ আলী, মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন যুবদলের ইব্রাহিম, জিএম জসিম সহ প্রমূখ, এতে বক্তারা বলেন আওয়ামী দোসরের কারণে ১৭ বছর নির্যাতিত হয়েও এলাকায় আসতে পারিনি, এই আওয়ামী দৌসরা কর্ণফুলী উপজেলা কে মাদকের রাজ্য বানিয়ে ছিল, খুন করে এলাকায় ওপেন চলাফেরা করতেন,চান্দাবাজি, টেন্ডারবাজি,ইভটিজিং সহ অনেক খারাপ কাজে লিপ্ত ছিলো এই আওয়ামী দৌসররা, এখনো কেমনে ওপেন চলাফেরা করে এদের কে কর্ণফুলী উপজেলা প্রশাসন কোন আইনের আওতায় আনে না কেন, একজন পাঁচে আগস্টের হত্যা মামলার আসামি থানায় গিয়ে কেমনে বাদী হইয়ে অন্য জনকে মিথ্যা মামলার আসামি বানায়,কর্নফুলির পুলিশ কি চোখে দেখেনা,এখনো মনে পড়ে আমরা চোখে দেখেছি কর্নফুলি ইছানগরের শেখ মহিউদ্দিন জাহাঙ্গীরকে কিভাবে কুপি হত্যা করেছে, শত প্রামান থাকার পরও ঐ আসামীরায় এখনো রাজত্ব করছে,আবার থানা এসে বাদী হয়ে নিরাপরাদ ব্যাক্তিকে আসামি করছে,বক্তারা আরো বলেন কর্ণফুলি থানা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনার ঐসব আওয়ামী দৌসরদের এখনো আইনের আওতায় এনে শাস্তি দিন,নয়ত এরা মিথ্যা মামলা সাজিয়ে সহজ সরল মানুষকে বিপাকে পেলে লুটপাট করবে।
আমরা আইন মানি আইন কে শ্রদ্ধা করি প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ মিথ্যা মামলা পরিহার করুন,
বক্তারা বলেন তারেক রহমান দেশে শান্তি শৃঙ্খলা ও মাদক মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে,
সেখানে ঐ দৌসররা লন্ডবন্ড করে দিচ্ছে, যাতে BNP ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ সুন্দর গড়ার লক্ষ্য পৌঁছাতে না পারে,
বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের নাম পরিবর্তে‘পটুয়াখালী সেনানিবাস’ করার দাবী
সভাপতি হলেন পেয়ার মোহাম্মদ বোয়ালখালী শাকপুরা প্রবর্ত্তক পাইলট কন্যা বিদ্যাপীঠের এডহক কমিটির
নগর আহবায়ক বেলায়েত হোসেন বুলু উদ্বোধনে ইপিজেডে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ কর্মসূচি
পরকিয়ার জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আনোয়ারা উপজেলায় রজায়ী ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ অব্যাহত