চট্টগ্রাম পটিয়া ১০ ডাকাত আটক দুই ডাকুর বাড়িতে মিললো লুটের মালামাল
ডেক্স রিপোর্ট :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ১০ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছুরি, ধামাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া দুই ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে লুট করা বেশকিছু মালামাল উদ্ধার করা হয়েছে।বুধবার (৫ মার্চ) বিকালে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শেয়ানপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন উপজেলার কুসুমপুরা ইউনিয়নের থানা মহিরা এলাকার আবদুস সবুরের ছেলে মোঃইমরান হোসেন সাজু (২৪) মেহেরআটি এলাকার হাবিব হোসেনের ছেলে মোঃআলমগীর (৩০) পশ্চিম থানা মহিরা এলাকার হারুনের ছেলে মোঃ শাহজাহান জুয়েল (২৬) কুসুমপুরা নেছার চেয়ারম্যানের বাড়ির জাকির হোসেনের ছেলে মোঃ মাইনুদ্দিন (২৬)একই এলাকার মোঃ নাসিরের ছেলে মোঃ সজীব (২৪) মেহেরআটি এলাকার কেএম জসিম উদ্দিনের ছেলে মেজবাহ উদ্দিন জিসান (২৪)জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল এলাকার কামাল উদ্দিন কন্ট্রাকটরের ছেলে সবুজ আলম (৩২) হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার মামুনুর রশীদের ছেলে মোঃআজাদ (২৭)থানা মহিরা এলাকার আলম মেম্বারের বাড়ির আবদুল করিমের ছেলে মোঃ বিজয় (২১)পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছিবাতলি এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ জয় (১৯)এসময় অজ্ঞাতনামা আরো ৮/৯ জন ডাকাত দলের সদস্য রাতের অন্ধাকারে দৌড়ে পালিয়ে গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, ইমরান হোসেন সাজুর প্যান্টের পেছনে কোমরে গুঁজে রাখা ১টি চাপাতি, ডান পকেট থেকে ১টি টিপ ছুরি, শাহজাহান জুয়েলের হাত থেকে ১টি লোহার চাকু, মাইনুদ্দিনের ট্রাউজারের পেছনে কোমড়ে গুঁজে রাখা পলিথিনে মোড়ানো ১টি লোহার চাকু, সজীবের লুঙ্গির পেছনে কোমরে গুঁজে রাখা কাগজ মোড়ানো ১টি চাপাতি, আজাদের হাত থেকে লোহার বাঁকানো দা, বিজয়ের হাত থেকে লোহার ব্যাটন, জয়ের হাত থেকে ১টি সাবল উদ্ধার করা হয়।
এসময় আসামি আলমগীরের দেখানো ১টি সবুজ রংয়ের রেজিস্ট্রেশনবিহীন পুরাতন সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ডাকাতির উদ্দেশ্য ছিল তাদের। এর আগেও তারা বিভিন্ন জায়গায় ডাকাতি করেছে। ডাকাতি করা মালামাল আসামি সবুজ আলম ও আজাদের বাড়ি আছে। এরপর বুধবার পুলিশ আসামি সবুজকে তার বাড়ি থেকে আটক করে। তার বাড়ির স্টোর রুম থেকে ৪টি স্টিলের তৈরি সিএনজির অটোরিক্সার দরজা, ১৮টি কালো ও সিলভার রংয়ের গ্যাস লিফট, ১টি কার্টুনে মোড়ানো হালকা ট্রলি ব্যাগ, ১টি মনিটর, স্ক্রু রয়েল প্লাগ, ক্যালাম ৩৫ প্যাকেট, লগো ১ প্যাকেট, একটি লোহার গ্রিল কাটার মেশিন, ১টি সাদা রংয়ের প্যাকেটজাত এয়ার কন্ডিশনার (এসি) জব্দ করে পুলিশ।আসামি আজাদের বাড়িতে অভিযান চালিয়ে ৫ বস্তা চাউল, ৩টি খালি গ্যাস সিলিন্ডার, ২টি বাইসাইকেল, ৩টি এ্যালমুনিয়াম ফ্রেমের বান্ডিল জব্দ করে পুলিশ।
ডাকাতদের বিরুদ্ধে পটিয়া থানার উপ পরিদর্শক গোলাম সরওয়ার বাদি হয়ে মামলা করেন।এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নুর বলেন, এসব ডাকাত সদস্যরা,চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়ক, বিভিন্ন বাড়ি, হাসপাতালসহ জনসমাগম স্থলে ভিড়ের সুযোগ নিয়ে ছিনতাই এবং ডাকাতি করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত চক্রটিকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া ও চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।