
চট্টগ্রাম রাঙ্গুনীয়ার বিশিষ্ট ব্যবসায়ী ওমর গনি চৌধুরীর নামাজে জানাজা শেষে দাফন
রাঙ্গুনীয়াস্থ ধামাইরহাট মুন্সি বাড়ির নিবাসী মরহুম আহমেদ কবির চৌধুরীর ৪র্থ পুত্র, ধামাইর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজহিতৈষী ওমর গনি চৌধুরী (কাঞ্চন) অসুস্থ জনিত কারণে ৩রা মার্চ সোমবার রাত ৯ঘটিকার সময় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, জামাতা, নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরেরদিন মঙ্গলবার দুপুর দুইটায় মরহুমের নিজ বাড়ির পার্শস্থ ময়দানে তাহার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পাদন করা হয়। জানাজায় উপস্থিত হয়ে শোকবার্তা পেশ করেন রানীরহাট ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি পেরার উদ্দিন মাহমুদ চৌধুরী, পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই এডভোকেট খোরশেদুল আলম। জানাজায় উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ কাজী মোহাম্মদ আরমান, চট্টগ্রাম জেলা কাজী সমিতির সহ সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ আলমগীর, ধামাইর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, মাইজভান্ডার দরবার শরীফের খাদেম মোহাম্মদ আলী আকবর মাষ্টার, মরহুমের বড় জামাতা মোহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
জানাজার নামাজে ইমামতি করেন রাঙ্গুনীয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
জানাজায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও মরহুমের জান্নাত কামনায় দোয়া চেয়েছেন মরহুমের বড় পুত্র মোহাম্মদ শিহাব চৌধুরী।