আলোচনা-সমালোচনা চলছে প্রবল জস বাটলারের অধিনায়কত্ব নিয়ে

 

আরও একটি বৈশ্বিক আসরে ইংল্যান্ডের ব্যর্থতার পর জস বাটলারের অধিনায়কত্ব নিয়ে আলোচনা-সমালোচনা চলছে প্রবল। তাকে সাদা বলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা বলছেন কেউ কেউ। তবে অধিনায়ক পরিবর্তন হলেই রাতারাতি দলটির সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন না মাইকেল ভন। দেশটির সাবেক এই অধিনায়কের মতে, বাটলারের অধিনায়কত্ব ছাড়াও দলের আরও অনেক ক্ষেত্রে সমস্যা আছে।
লাহোরে বুধবার আফগানিস্তানের বিপক্ষে ৮ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের।
বাটলারের অধিনায়কত্বে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ইংল্যান্ড। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা সেমি-ফাইনালে উঠলেও, বাজেভাবে হেরে যায় ভারতের বিপক্ষে।