প্রশাসনের ধরাছোয়ার নাগলের বাহিরে বাঁশখালী ইয়াবা সম্রাট আনসুর আলী।

 

একটি মাছের গোণা আর সামান্য লবণ চাষী থেকে ইয়াবা ব্যাবসা করে বর্তমানে শতকোটি টাকার মালিক আওয়ামিলীগ এর কাউন্সিলর ও বাশঁখালী পৌরসভা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক এম,পি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ডানহাত ইয়াবা সম্রাট আনসুর আলী৷ তার বিরুদ্ধে একাধিক ছাত্রজনতার উপর হামলা ও গুলিবর্ষণ এর অভিযোগে মামলা থাকলে ও এখনো প্রশাসন এর ধরাছোঁয়ার বাইরে এই কাউন্সিলর, বাশঁখালী থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সর্বশেষ ঢাকায় ছাত্রজনতার আন্দোলনে হত্যা মামলা ও হয়েছে তার বিরুদ্ধ , প্রশাসন এর নাগালের বাইরে কেন এখনো?তার সব অবৈধ কাজ এখনো প্রকাশ্য বাশখালী তে চালাচ্ছেন সরল ইউনিয়ন ৩ নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম বদিয়া৷