
সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে ০৪ জন জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার,
যৌতুক নিরোধ আইনের এই আসামি গুলো বহুদিন পালিয়ে ছিলেন ধাপে ধাপে অভিযান চালিয়ে
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/বশির গাজী, এসআই/মোহাম্মদ নূরুল আমিন, এএসআই/জাকির উদ্দিন, এএসআই/ জি. এম শুকরিয়া সঙ্গীয় ফোর্স সহ ইং ১৬/০১/২০২৫ তারিখ সকাল ০৬:৩০ ঘটিকার সময় চান্দগাঁও থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া সিআর-৪৬৬/২৪ (চান্দগাঁও) ধারা-২০১৮ সনের যৌতুক নিরোধ আইনের ৩ মূলে আসামী গেরেফতার করেন আসামিরা হলেন মোঃ নুর নবী, পিতা-আবুল কামাল, সাং-মৌলভীপুকুর পাড়, চান্দার বাড়ী,মুরাদ কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, সিআর-৭১/২৩ (চান্দগাঁও), দায়রা নং-৪৩৩৪/২৩ মূলে আসামী মোঃ নাঈম উদ্দিন, পিতা-ইমাম হোসেন,মাতা-হাছিনা খাতুন, সাং-বাড়ৈইপাড়া লেইন, পোঃ-চকবাজার, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম ও সিআর-৩০৯/২৪ (বোয়ালখালী), ধারা-যৌতুক নিরোধ আইনের ৩ মূলে আসামী ১। মোঃ সোহেল, পিতা-আব্দুল মাবুদ, সাং-এয়ার মোহাম্মদ সড়ক, বোচা গাজী তালুকদার বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, খতিজা বেগম, স্বামী-আব্দুল মাবুদ, সাং-এয়ার মোহাম্মদ সড়ক, বোচা গাজী তালুকদার বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়।