
গৌরীপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সেলিম বালার মতবিনিময় সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশী কবি সেলিম বালা এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া বাজারে আয়োজিত এ সভায় তিনি গণতন্ত্র রক্ষায় তাঁর দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন।
সভায় সেলিম বালা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের নেতাকর্মীরা বারবার গণতন্ত্র রক্ষার জন্য রক্ত দিয়েছেন। ভবিষ্যতেও আমরা গণতন্ত্রের পক্ষে আপসহীন লড়াই চালিয়ে যাব।” তিনি অভিযোগ করেন, “একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, তবে জনগণ তা মেনে নেবে না।”
বিএনপির অন্যতম শীর্ষ নেতা তারেক রহমানের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে সেলিম বালা বলেন, “রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয়, বরং জনগণের কল্যাণে কাজ করার ব্রত। বিএনপি গরীব ও মেহনতি মানুষের দল, যারা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।” তিনি প্রতিশ্রুতি দেন যে, আসন্ন জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করা হবে।
সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ ব্যক্তিত্ব মাওলানা মো. আব্দুল হাদী খন্দকার এবং সঞ্চালনা করেন কবি জিল্লুর রহমান টিটু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, ডক্টর এম আর করিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নাজমুল ইসলাম জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভার শেষে সেলিম বালা তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, “আমি নির্বাচিত হলে উন্নয়নের নতুন অধ্যায় সূচিত করব, যা মানুষের কল্যাণে নিবেদিত হবে এবং গণতন্ত্রের অটলতা বজায় রাখবে।”