শবেবরাত মানে শবে বরাত, রহমত, মাগফিরাত ও নাজাতের রাত।

শবে বরাত, রহমত, মাগফিরাত ও নাজাতের রাত। এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বান্দাদের জন্য অসীম দয়ার দরজা খুলে দেন, গুনাহ মাফ করেন এবং তাকদির নির্ধারণ করেন।

এইদিন বছরে একবার আসে মুসুলমানদের রহমতে দিন,দিন পরিবর্তনের দিন,সবাই নামাজ মুখি হয়,,আল্লাহ দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ কে খুশি রাজি করেন এই ধর্মপ্রান মুসলিম ভাইয়েরা,আল্লাহ সকল বান্দার জন্য রহমত ডেলে দেন

আসুন, আমরা এই মহিমান্বিত রাতে বেশি বেশি ইবাদত, তাওবা-ইস্তিগফার ও দোয়া করি, যাতে আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দেন এবং আগামী দিনগুলো কল্যাণময় করেন।

আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন ও রহমত বর্ষণ করুন।