শবেবরাত মানে শবে বরাত, রহমত, মাগফিরাত ও নাজাতের রাত।
শবে বরাত, রহমত, মাগফিরাত ও নাজাতের রাত। এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বান্দাদের জন্য অসীম দয়ার দরজা খুলে দেন, গুনাহ মাফ করেন এবং তাকদির নির্ধারণ করেন।
এইদিন বছরে একবার আসে মুসুলমানদের রহমতে দিন,দিন পরিবর্তনের দিন,সবাই নামাজ মুখি হয়,,আল্লাহ দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ কে খুশি রাজি করেন এই ধর্মপ্রান মুসলিম ভাইয়েরা,আল্লাহ সকল বান্দার জন্য রহমত ডেলে দেন
আসুন, আমরা এই মহিমান্বিত রাতে বেশি বেশি ইবাদত, তাওবা-ইস্তিগফার ও দোয়া করি, যাতে আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দেন এবং আগামী দিনগুলো কল্যাণময় করেন।
আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন ও রহমত বর্ষণ করুন।
শবেবরাত মানে শবে বরাত, রহমত, মাগফিরাত ও নাজাতের রাত।
এইদিন বছরে একবার আসে মুসুলমানদের রহমতে দিন,দিন পরিবর্তনের দিন,সবাই নামাজ মুখি হয়,,আল্লাহ দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ কে খুশি রাজি করেন এই ধর্মপ্রান মুসলিম ভাইয়েরা,আল্লাহ সকল বান্দার জন্য রহমত ডেলে দেন
আসুন, আমরা এই মহিমান্বিত রাতে বেশি বেশি ইবাদত, তাওবা-ইস্তিগফার ও দোয়া করি, যাতে আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দেন এবং আগামী দিনগুলো কল্যাণময় করেন।
আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন ও রহমত বর্ষণ করুন।
সাংবাদিক এবাদুল হোসেনের উপর সন্ত্রাসী হামলা মামলায় এজাহারভুক্ত ৩ নম্বর আসামি গাফফার গ্রেফতার
আইনগত বিজ্ঞপ্তি
চট্টগ্রাম প্রতিদিন নিষিদ্ধ ও আয়ান শর্মাকে গ্রেফতারের দাবী”
তুহিন হত্যাসহ সকল সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে
বরগুনা আমতলীতে আওয়ামীলীগ নেতা এখন হলদিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি
এন এন স্পোর্টস এরিনা টার্প মাঠে ষষ্ঠ বারের মত টুর্নামেন্ট উদ্বোধন।