মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে মুখোমুখি বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। লিথুনিয়ায় আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
রোববার (৯ জুলাই) তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এ কথা জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।
এরদোয়ানের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় প্রেসিডেন্টের বৈঠকে ‘ন্যাটোতে ইউক্রেনের অবস্থান, সুইডেনের ন্যাটো সদস্যপদ এবং এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের বিষয়ে’ আলোকপাত করা হবে। মূলত তুরস্ক এই যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেতে চাইছে। তবে বৈঠকটি ঠিক কবে হবে, তা বিবৃতিতে জানানো হয়নি।
ন্যাটো আয়োজিত মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই দিনের শীর্ষ সম্মেলনের আগে সোমবার আলোচনায় বসবেন এরদোয়ান এবং সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। সুইডেনের ন্যাটোর ৩২তম সদস্য হওয়ার বিষয়ে তুরস্কের আপত্তি তুলে নিতে এরদোয়ানকে রাজি করাবেন বলে আশাবাদী ক্রিস্টারসন।
এরদোয়ানের কার্যালয় বলেছে, সুইডেনের সদস্যপদ পাওয়া না পাওয়ার সঙ্গে মার্কিন ফাইটার জেট কেনার জন্য তুরস্কের আকাঙ্ক্ষাকে যুক্ত করা ঠিক নয়।
এর আগে রোববার সুইডেনকে তুরস্কের সমর্থন পেতে সন্দেহভাজন কুর্দি জঙ্গিদের কঠোরভাবে দমন করার ব্যাপারে নিজের দীর্ঘস্থায়ী অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এরদোয়ান। অবশ্য বাইডেনকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, ‘সুইডেন তার সন্ত্রাসবিরোধী আইনে পরিবর্তন এনে সঠিক কিছু পদক্ষেপ নিয়েছে।’
তবে এরদোয়ান পুনরাবৃত্তি করেছেন, সুইডেনের কুর্দিপন্থি গোষ্ঠীগুলোকে স্টকহোমে বিক্ষোভ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত সেই পদক্ষেপগুলোকে কার্যত বাতিল করে দিয়েছে।
ন্যাটো সম্মেলনের ফাঁকে বৈঠক করবেন বাইডেন-এরদোয়ান
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে মুখোমুখি বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। লিথুনিয়ায় আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
রোববার (৯ জুলাই) তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এ কথা জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।
এরদোয়ানের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় প্রেসিডেন্টের বৈঠকে ‘ন্যাটোতে ইউক্রেনের অবস্থান, সুইডেনের ন্যাটো সদস্যপদ এবং এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের বিষয়ে’ আলোকপাত করা হবে। মূলত তুরস্ক এই যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেতে চাইছে। তবে বৈঠকটি ঠিক কবে হবে, তা বিবৃতিতে জানানো হয়নি।
ন্যাটো আয়োজিত মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই দিনের শীর্ষ সম্মেলনের আগে সোমবার আলোচনায় বসবেন এরদোয়ান এবং সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। সুইডেনের ন্যাটোর ৩২তম সদস্য হওয়ার বিষয়ে তুরস্কের আপত্তি তুলে নিতে এরদোয়ানকে রাজি করাবেন বলে আশাবাদী ক্রিস্টারসন।
এরদোয়ানের কার্যালয় বলেছে, সুইডেনের সদস্যপদ পাওয়া না পাওয়ার সঙ্গে মার্কিন ফাইটার জেট কেনার জন্য তুরস্কের আকাঙ্ক্ষাকে যুক্ত করা ঠিক নয়।
এর আগে রোববার সুইডেনকে তুরস্কের সমর্থন পেতে সন্দেহভাজন কুর্দি জঙ্গিদের কঠোরভাবে দমন করার ব্যাপারে নিজের দীর্ঘস্থায়ী অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এরদোয়ান। অবশ্য বাইডেনকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, ‘সুইডেন তার সন্ত্রাসবিরোধী আইনে পরিবর্তন এনে সঠিক কিছু পদক্ষেপ নিয়েছে।’
তবে এরদোয়ান পুনরাবৃত্তি করেছেন, সুইডেনের কুর্দিপন্থি গোষ্ঠীগুলোকে স্টকহোমে বিক্ষোভ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত সেই পদক্ষেপগুলোকে কার্যত বাতিল করে দিয়েছে।
বিএনপির ইফতার মাহফিলে ইদ্রিস মিয়া-দলীয় সিদ্ধান্ত মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
পটিয়ায় বিএনপির জাফর ফারুকীর মৃত্যুতে দক্ষিণ জেলা বিএনপি’র শোক
মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এপেক্স ক্লাব অব বান্দরবান
শুভ উদ্বোধন প্রত্যয় আইডিয়াল স্কুলের নতুন ভবনের কাজ
টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ-আহত ৪০
টাঙ্গাইল কালিহাতী প্রেসক্লাব পুনরুদ্ধার: সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ বিজয়